About Us

আসসালামু আলাইকুম।

ইকোমার্ট বিডি একটি বিশেষায়িত ও নির্ভরযোগ্য অনলাইন শপ। শুধুমাত্র গুনগত মান সম্পন্য পন্য সকলের জন্য সহজ লভ্য করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রায় ৭০% মানুষ কোন না কোন ভাবে কৃষির সাথে জড়িত এবং সুবিধা বঞ্চিত। তাদের সুবিধার কথা চিন্তা করে ২০২০ সালে যাত্রা শুরু করে ইকোমার্ট বিডি অনলাইন শপ।

Ecomartbd ইকোনিক এগ্রোর এর একটি সহযোগি প্রতিষ্ঠান। আমাদের বেশিরভাগ পন্য আমরা নিজেরাই আমদানী করি বলে সঠিক গুনগত মান ও সুলভ মূল্যে সরাসরি ক্রেতা সাধারনের হাতে তুলে দিতে পারি। অনলাইনে কেনা কাটা করতে আপনাকে আর অভীঙ্গ হতে হবেনা।

Ecomartbd তে আপনি খুব সহজেই আপনার প্রয়োজনীয় পন্যটি ক্রয় করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই।