Delivery Policy

EcomartBD সারা বাংলাদেশে সকল পন্য হোম ডেলিভারি করে থাকে। শুধুমাত্র মেশিন বা ভারি পন্যের জন্য পন্য অনুযায়ী ডেলিভারি ধরন পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে কুরিয়ার অফিস থেকে পন্য বুঝে নেওয়ার ব্যবস্থা করা হয়।

দ্রুত হোম ডেলিভারির জন্য EcomartBD এর রয়েছে সুনির্দিষ্ট ও দক্ষ্য কুরিয়ার পার্টনার। ভারি মেশিন বা পন্যের জন্যও রয়েছে সুনির্দিষ্ট কুরিয়ার পার্টনার যারা আপনার অর্ডারকৃত পন্য যত্ন সহকারে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়াও বড় মেশিন টনের উপরের ওজনবিশিষ্ট পন্যের ক্ষেত্রে রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা যা সম্পূর্ন EcomartBD এর তত্বাবধায়নে আপনার পন্য আপনার দরজায় পৌছে দেবে ইনশাহআল্লাহ।